ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এক দশক ধরে বন্ধ ট্রেনে ইলিশ পরিবহন

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৩ আগস্ট ২০২২   আপডেট: ১৬:২৯, ১৩ আগস্ট ২০২২
এক দশক ধরে বন্ধ ট্রেনে ইলিশ পরিবহন

চাঁদপুরে প্রায় এক দশক ধরে বন্ধ রয়েছে ট্রেনে ইলিশ পরিবহন। এতে সড়কপথে বাড়তি খরচ দিয়ে সারাদেশে ইলিশ পাঠাতে হচ্ছে ব্যবসায়ীদের।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ইঞ্জিন ও ফ্রিজিং কোচ আমদানি প্রক্রিয়া শেষ হলেই রেলপথে দেশের বিভিন্ন স্থানে ইলিশ পরিবহন করা সম্ভব হবে।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর হতে এক সময় দেশের প্রত্যন্ত অঞ্চলে রেলযোগে ইলিশ পাঠানো হতো। কিন্তু ২০১৩ সাল থেকে ইঞ্জিন সংকট এবং ওয়াগনের কারণে তা বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত বলেন, ‘ট্রেনে ইলিশ পরিবহন বন্ধ রয়েছে। ফলে সড়কপথে ইলিশ পাঠাতে হয়। এতে খরচ বেশি পড়ে, মাঝেমধ্যে লোকসানও গুনতে হয়।’

চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, ‘সড়ক, রেল ও নৌপথের বিশেষ সুবিধা থাকায় ব্রিটিশ আমলে এখানে মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে উঠে। যা থেকে সরকারের প্রচুর রাজস্ব আয় হতো। পুনরায় রেলযোগে ইলিশ রপ্তানি চালু হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।’

চাঁদপুর রেলওয়ে স্টেশনের মাষ্টার সোয়াইবুল সিকদার বলেন, ‘পর্যাপ্ত ট্রেন নেই, নতুন ইঞ্জিন ও ফ্রিজিং কোচ আমদানি প্রক্রিয়া শেষ হলে পুনরায় রেলযোগে ইলিশ পরিবহন সম্ভব হবে।’

অমরেশ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়