অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:০৩, ১৩ আগস্ট ২০২২
আপডেট: ২২:১৪, ১৩ আগস্ট ২০২২

সাভারের আশুলিয়া থেকে অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজু (৩০), বদু (৩৬) ও আরিফ হোসেন বেপারী (৩৮)।
র্যাব-৪ সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পলাতক অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের সহযোগিতায় তারা ঢাকাসহ আশপাশের জেলা হতে অটোরিকশা ছিনতাই করে এনে রাজুর গ্যারেজে রাখত।’
‘পরবর্তীতে রাজু প্রতিটি অটোরিকশার পার্টস খুলে আলাদাভাবে ঢাকা মহানগরের বিভিন্ন খুচরা ও পাইকারি ডিলারদের কাছে বিক্রি করত। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
সাব্বির/কেআই
আরো পড়ুন