ধর্ষণের অভিযোগে থানায় মামলা
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে মো.রফিকুল ইসলাম মাসুদ (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ভুক্তভোগী যুবতীর মা বাদী হয়ে মামলাটি করেন।
অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার মুছাপুর ইউনিয়নের উত্তর মুছাপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীকে তার মা বাড়িতে রেখে বাবার বাড়িতে বেড়াতে যান। রাতে বাড়িতে থাকা তার অসুস্থ স্বামী ছেলে ও মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মাসুদ কৌশলে বাড়িতে প্রবেশ করেন এবং যুবতীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি বর্তমানে অন্তঃসত্ত্বা বলেও এজাহারে উল্লেখ করেন বাদী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
মওলা সুজন/ মাসুদ