ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝিনাইদহে পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে 

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:২৬, ১১ সেপ্টেম্বর ২০২২
ঝিনাইদহে পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে 

আইনী জটিলতা কাটিয়ে দীর্ঘ ১১ বছর পর ঝিনাইদহের সদর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর পৌর নির্বাচনের ভোট হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করে। তবে পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও পৌরসভার চাকলাপাড়াতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল খালেক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। 

ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম জানান, শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, এখন পর্যন্ত ৪৭টি কেন্দ্র ৫০ শতাংশ ভোট পোল হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ পৌর নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৮৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট  যুদ্ধে অংশ নিয়েছেন। ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ৮২ হাজার ৬৯৫ জন নারী ও পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রাজিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ