ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

হাতবিহীন আলতাফ এখন প্রধান শিক্ষক

নরসিংদী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:১২, ২৫ সেপ্টেম্বর ২০২২
হাতবিহীন আলতাফ এখন প্রধান শিক্ষক

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবন যুদ্ধে সফল হয়েছেন নরসিংদীর হাতবিহীন প্রতিবন্ধী আলতাফ হোসেন ওরফে দুখু মিয়া। 

জন্মলগ্ন থেকেই তার দুটি হাত নেই। এ অবস্থায় নানা প্রতিকূলতাকে হার মানিয়ে নিজেকে শিক্ষিত করে তুলেছেন। নিজ নামে গড়ে তুলেছেন প্রতিভা দুখুমিয়া কিন্ডার গার্টেন স্কুল। এবার উন্নীত করতে চান উচ্চ বিদ্যালয়ে। তিনি এখন সেই স্কুলের প্রধান শিক্ষক। 

সংসার জীবনে চার সন্তানের জনক এই আলতাফ হোসেন নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে। 

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম ও মাহাফুজ বলেন, প্রতিবন্ধী দুখু মিয়া পরিশ্রমি একজন মানুষ। তিনি তার চেষ্টায় একটি স্কুল দাঁড় করিয়েছেন। সমাজের ৮-১০ জন্য মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চান। দুই হাত না থাকা সত্ত্বেও তিনি পা দিয়ে লিখে ছোট-ছোট শিশুদের লেখাপড়া শিখাচ্ছেন। এটা অবশ্যই ভালো লাগার বিষয়। ওনার মতো মানুষদের দেখে সমাজের অন্যসবাই অনুপ্রেরণা নিতে পারবে যে, মনেরই ইচ্ছেটাই বড়-মানুষ চাইলে সব করতে পারে।

আলতাফ হোসেন বলেন, হাতবিহীন জন্ম গ্রহণ করায় বাবা-মা কষ্টেই নাম রেখেছিলেন দুখু মিয়া। তবে হার মানিনি আমি। নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে পায়ে লিখেই ১৯৮২ সালে মাধ্যমিক, ১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক পেরিয়ে ১৯৮৬ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে ডিগ্রি অর্জন করেছি।  এরপরেও দুই হাত না থাকায় কোথাও মিলেনি সরকারি-বে-সরকারি চাকরি।

হৃদয়/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়