ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বোতলের তৈরি নৌকা প্রধানমন্ত্রীকে দিতে চান সিরাজুল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৫ নভেম্বর ২০২২   আপডেট: ১১:১৯, ৫ নভেম্বর ২০২২
বোতলের তৈরি নৌকা প্রধানমন্ত্রীকে দিতে চান সিরাজুল

১২০ কেজি প্লাস্টিকের বোতল প্রয়োজন হয়েছে নৌকাটি তৈরিতে।

প্রায় আড়াই হাজার বিভিন্ন রঙের প্লাস্টিকের বোতল দিয়ে ৫ হাত প্রস্থ ও ১২ হাত লম্বা একটি নৌকা তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন সিরাজুল ইসলাম (২৮) নামের এক যুবক। সখের বসে তৈরি করা সেই নৌকাটি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান তিনি।

লাল সবুজের পতাকার রঙে সাজানো নৌকাটি তৈরি করতে সিরাজুলের সময় লেগেছে তিন মাস। এই নৌকায় ২৫ জন লোক উঠাতে পারেন। দৃষ্টিনন্দন নৌকাটি দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছে। ইতোমধ্যে এ নৌকাটি পরীক্ষামূলকভাবে স্থানীয় পুকুর, বানার নদী ও শীতলক্ষ্যা নদীতে চালানো হচ্ছে। 

সিরাজুল ইসলামে বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার পাড়াতলি গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম। গত তিন বছর ধরে তিনি গাজীপুরের শ্রীপুরর উপজেলার বরমী এলাকায় বসবাস করছেন। তিনি পেইনটিংয়ের কাজ করেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন সময় প্লাস্টিকের বোতল ফেলে পরিবেশ দূষণ করি। মূলত পরিত্যাক্তসব বোতল দেখে নৌকা তৈরির সিদ্ধান্ত নেই। এটি আসলে ব্যতিক্রমী একটি সিদ্ধান্ত। পরে আমি ৬০ টাকা কেজি দরে বিভিন্ন যায়গা থেকে ১২০ কেজি বোতল কিনে আনি। নৌকাটি তৈরি করতে ছোট বড় বিভিন্ন কালারের বোতলের প্রয়োজন হয়েছে। এটি তৈরি করতে আমার ৩ মাস সময় লেগেছে।’ 

এদিকে সিরাজুলের এই ব্যতিক্রম উদ্যোগের প্রসংশা করেছেন এলাকাবাসী। তারা বলছেন, নৌকাটি দেখতে যেমন সুন্দর তেমনি পরিবেশের জন্যেও উপকারী। এমন উদ্যোগ থাকলে নদী, শহর বা আশপাশে প্লাস্টিকের বোতল কখনো পরিত্যক্ত অবস্থায় থাকবে না। 

সিরাজুলবলেন, ‘প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বিশেষ নৌকাটি লম্বায় ১২ হাত আর প্রস্থ ৫ হাত। আজ (শুক্রবার) ১৭ জনকে নিয়ে নৌকাটি চালিয়েছি। এই নৌকায় ২৫ থেকে ৩০ জন নিয়ে নদী পাড়ি দেওয়া যাবে। আমি বাংলাদেশের লাল-সবুজের পতাকার রঙে সাজিয়েছি এটিকে। নৌকাটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই তথ্যটি পৌঁছে দিতে চাই।’ 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়