ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে কাপড়ে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা ছিনতাই 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৯ নভেম্বর ২০২২  
ময়মনসিংহে কাপড়ে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা ছিনতাই 

ময়মনসিংহ শহরে পাঞ্জাবীতে ময়লা ছিটিয়ে শামসুল আলম (৬০) নামে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্র। ব্যবসায়ী শামসুল আলম নগর আকুয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় সার ব্যবসায়ী ও ঠিকাদার।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর আঠারবাড়ী মোড়ে ছিনতাই সংঘটিত হয়।

আরো পড়ুন:

ব্যবসায়ী শামসুল আলম বলেন, ‘দুপুর ২টার দিকে ছোট বাজার এলাকার বেসরকারি ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে পাঁচ লাখ টাকা অন্য ব্যাংকে জমা দেই। বাকি ৪ লাখ টাকা নিয়ে অন্য একটি ব্যাংকে জমার দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। নগরীর আঠারবাড়ী মোড়ে যেতেই পিছন থেকে একজন বলে উঠে— আপনার পাঞ্জাবীতে ময়লা লেগেছে। ময়লা দেখে পরিষ্কার করার সময় সুযোগ বুঝে কেউ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশ এলাকায় খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করি।’   

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘এই ঘটনায় ভিকটিম লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর ওই এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখছি এবং চক্রটি ধরতে পুলিশ মাঠে নেমেছে।’ 
 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়