ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রামেকে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১২ নভেম্বর ২০২২   আপডেট: ১২:৪২, ১২ নভেম্বর ২০২২
রামেকে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সামেনা খাতুন (৩৯) এবং পাবনার সুজানগরের কামরুল ইসলাম (২৮)। 

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ডেঙ্গু আক্রান্ত দুই রোগীকেই শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় তাদের বাঁচানো যায়নি। রাতে তারা মারা গেছেন।

এদিকে শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন চারজন। এখন হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়