ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভ্যানের পাটাতনের নিচে মিললো কোটি টাকার স্বর্ণ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৭ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:০২, ২৭ নভেম্বর ২০২২
ভ্যানের পাটাতনের নিচে মিললো কোটি টাকার স্বর্ণ 

যশোরের শার্শা সীমান্ত দিয়ে পাচারের সময় একটি ভ্যানের পাটাতন থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।

শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।

আরো পড়ুন:

৪৯ বিজিবি' র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, নায়ের সুবেদার মো. আবুল কালাম হোসেনের নেতৃত্বে বেনাপোলের আমড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আমড়াখালী থেকে কাগজপুকুরগামী একটি অটোভ্যানকে থামানোর চেষ্টা বিজিবি সদস্যরা। এসময় ভ্যানচালক ভ্যানটি রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে ভ্যানটি তল্লাশি করা হলে ভ্যানের সিটের সম্মুখ সারিতে থাকা পাঠাতনের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া ভ্যান চালকের নাম মো. মিলন ওরফে ছোট বাবু (৩৫)। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া উদ্ধার হওয়া স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া কার্যক্রম চলছে। 

মাকসুদ/ মাসুদ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়