ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ১০:৫৫, ২৮ নভেম্বর ২০২২
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসে অচলাবস্থা

সারাদেশে চলমান নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে গতকাল রোববার সকাল থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

লাইটার জাহাজ শ্রমিকদের সংগঠন বাংলাদেশ লাইটার ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সভাপতি মো. নবী আলম জানান, সরকার আমাদের দাবি মেনে না নেওয়ায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রয়েছে। বর্তমানে বন্দরে মাদার ভ্যাসেল থেকে লাইটার জাহাজে সব পণ্য খালাস এবং পণ্য পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা।’ 

আরো পড়ুন: চট্টগ্রামে লাইটার জাহাজ শ্রমিকদের কর্মবিরতি

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের মাঝিরঘাট ও সদরঘাট এলাকার ১৮টি বেসরকারি ঘাটে সব জাহাজে পণ্য উঠা-নামা বন্ধ রয়েছে। মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ে শ্রমিকরা আন্দোলন করছেন।’ 

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘লাইটার জাহাজ শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম বন্দর অভ্যান্তরে জেটিতে অবস্থানরত জাহাজসমূহের পণ্য খালাস ও বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান আছে।’ 

নৌ শ্রমিকদের ১০ দফা দাবিগুলো হলো- নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেওয়াসহ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করা, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা, চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে দেশের স্বার্থবিরোধী প্রকল্প বাস্তবায়ন বন্ধ করা, বালুবাহী বাল্কহেড ও ড্রেজারের রাত্রিকালীন চলাচলের ওপর ঢালাও নিষেধাজ্ঞা শিথিল, নৌ-পথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেওয়াসহ ভারতীয় সীমানায় সব প্রকার হয়রানি বন্ধ করা, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন নীতিমালা ১০০ শতাংশ কার্যকর করে সব লাইটার জাহাজকে সিরিয়াল মোতাবেক চলাচলে বাধ্য করা, চরপাড়া ঘাটে ইজারা বাতিল ও নৌ-পরিবহন অধিদপ্তরের সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করা।

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়