ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রাজবাড়ীতে হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড 

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৮:২৯, ২৮ নভেম্বর ২০২২
রাজবাড়ীতে হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড 

রাজবাড়ী জেলার সাবেক যুবদল নেতা শামছুল আলম বাবলু হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। 

এদিকে তথ্য প্রমাণ না থাকায় মামলার চার আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মীর এনাম আলী বাচ্চু ও সানোয়ার হোসেন জকি। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ইয়াকুব, রশিদ, শাহীন, ফরহাদ হোসেন বাপ্পী ও রানা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালের ২৩ আগষ্ট রাতে রাজবাড়ী শহর থেকে নিজের বাড়ি বিনোদপুর যাচ্ছিলেন শামছুল আলম। এসময় তাকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে বাবলুর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেন। পরে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিজ্ঞ আদালত। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট উজির আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ