ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রতিটি গ্রামই শহর হবে’

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৩০ নভেম্বর ২০২২  
‘প্রতিটি গ্রামই শহর হবে’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যের উপর নির্ভর করেন না। অন্যরা যা ভাবেন তিনি তা করে দেখান। প্রতিটি গ্রাম শহর হবে, গ্রামে শহরের সুযোগ সুবিধা মিলবে। আজকে গ্রামে গ্রামে বিভিন্ন স্থাপনা হচ্ছে। শেখ হাসিনা এসব করে দেখিয়েছেন। যার আরেকটি প্রমাণ এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম।’

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অনেক সরকার প্রধান ছিলেন যারা দেশের ভূমিহীনদের আশ্রয় দিতে পারেননি। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে ভূমিহীনদের আশ্রায়ণ প্রকল্পের আওতায় আনার কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার স্বপ্ন মানুষ শুধু লেখাপড়াতেই নয় খেলাধুলাতেও এগিয়ে যাবে। এই স্টেডিয়ামে প্রত্যন্ত এলাকার খেলোয়াড়রা খেলতে পারবেন। সুস্থ জাতি হিসেবে গড়ে উঠতে এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে খেলাধুলার বিকল্প নেই।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

খোঁজ নিয়ে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণলয় জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে তিন একর জমির উপর ১৯ কোটি ২৭ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি নিমার্ণে করছে। এই নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান  মেসার্স এসএস এন্ড এমটি। আগামী ৬ মাসের মধ্যে স্টেডিয়ামের নিমার্ণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আবু নাঈম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়