ঢাকা     বুধবার   ০৬ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩০

‘সম্মেলনের মাধ্যমে শেরপুরে আ.লীগের শক্ত অবস্থান জানান দেওয়া হবে’

শেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩০ নভেম্বর ২০২২  
‘সম্মেলনের মাধ্যমে শেরপুরে আ.লীগের শক্ত অবস্থান জানান দেওয়া হবে’

জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিক বলেছন, ‘শেরপুরে আওয়ামী লীগ যে শক্ত অবস্থান রয়েছে তা আগামী ৮ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে জানান দেওয়া হবে।’ 

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের পৌর পার্ক মাঠে সম্মেলনের মঞ্চ ও দর্শক গ্যালারি তৈরীর কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

হুইপ বলেন, ‘দলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ, ‘তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে দলেন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশের বাস্তায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী ৮ ডিসেম্বরের সম্মেলনের মধ্য দিয়ে শেরপুরের আওয়ামী লীগ আরো সুদৃঢ হবে, আরো শক্তিশালি হবে।‘ 

তিনি আরও বলেন, ‘আমরা আগামী নির্বাচনে শেরপুরের ৩টি আসনই বঙ্গবন্ধু কন্যার হতে তুলে দিতে পারবো ইনশাআল্লাহ।‘

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়