টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৪ ডিসেম্বর) সকালে দমদমিয়া ঘাটে জাহাজটি নোঙর করা অবস্থায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলছে কেয়ারী ক্রুজ এন্ড ডাইন। গত বছর থেকে এটি নোঙর করা অবস্থায় আছে।
কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ৭টি এসি এবং জাহাজের উপরের অংশসহ কিছু মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘জাহাজে নিয়োজিতরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তাদের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তারেকুর/কেআই