ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১৬ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৪:০৩, ১৬ ডিসেম্বর ২০২২
শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, ‘আমাদের নতুন প্রজম্ম ও শিক্ষার্থীদের কাছে দেশের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস  তুলে ধরতে হবে। নতুবা  আমাদের সন্তানরা এসম্পর্কে সঠিকভাবে জানবে না। কারণ স্বাধীনতা বিরোধী চক্র ইতিহাস বিকৃত করছে।’ 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নাজিরপুর উপজেলা স্বাধীনতা মঞ্চে মহান বিজয় উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময় দেশটি স্বাধীন করেছেন। নেতৃত্বে ছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীনের পরে একমাত্র তিনি ও আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করছে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নসহ অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন।’ 

এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপি জোট সরকারের সময় মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নসহ রাজাকার-আলবদর এবং স্বাধীনতা বিরোধীদের এমপি মন্ত্রী করা হয়েছে। ওই  পরাজিত শক্তি আবারও দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ভুলণ্ঠিত করতে চক্রান্ত করছে। আমাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও তাদের আত্মার শান্তির জন্য আবারও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার গঠন করতে হবে। কেননা, মুক্তিযুদ্ধের বিরোধীর সরকার গঠন হলে  শহীদ  মুক্তিযোদ্ধা ও যে সব মুক্তিযোদ্ধারা মারা গেছেন তাদের আত্মা কষ্ট পাবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- নাজিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর, নাজিরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আব্দুল লতিফ প্রমুখ।

তাওহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়