ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৮ ডিসেম্বর ২০২২  
গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আরো পড়ুন:

‘থাকবো ভালো, রাখব ভালো দেশ-বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের হয়। সেটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। 

অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়, করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, জনশক্তি জরিপ কর্মকর্তা মো. জহুরুল হক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ও আহরনকারী ব্যাংককে সম্মাননা ক্রেস্ট এবং মৃত্যুবরণকারী কর্মীর মেধাবী ৫জন সন্তানকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। 

বাদল সাহা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়