ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লালমোহনে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১৯ ডিসেম্বর ২০২২  
লালমোহনে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

ভোলার লালমোহনে বিনামূল্যে পাঁচশত রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে এ সেবা দেওযা হয়। 

লালমোহনের গজারিয়ার কৃতী সন্তান শিশির কুমার পাল বাপ্পি তার বাবা-মায়ের স্মরণে বিনামূল্যের এ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেন।

বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দেন। এ সময় ৭০ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। বিনামূল্যের এ চক্ষু চিকিৎসা সেবায় সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিল’।

শিশির কুমার পাল বাপ্পি বলেন, মানুষের সেবা করতে পারা মহৎ কাজ। যার জন্যই গ্রামের অসহায় রোগীদের খোঁজ নিয়ে এ চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে। বিনামূল্যে এ সব অসহায় রোগীরা যথাযথ সেবা পেয়েছেন। আরও প্রায় ৭০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই তাদের ছানি অপারেশন করা হবে।
 

মনজুর/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়