ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:০৪, ২৭ ডিসেম্বর ২০২২
হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি

করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি ইমিগ্রেশন ইনচার্জ বদিউজ্জামান।

আরো পড়ুন:

এদিকে সতর্ক জারির পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াকারী যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে।

বদিউজ্জামান জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ দ্রুত সংক্রামক ভাইরাস। এই ভাইরাস যাতে দেশে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য চেকপোস্টে সর্তকতা জারি করা হয়েছে। সামাজিক দূরুত্ব বজায় ও মাস্ক পরে দুই দেশের পাসপোর্টযাত্রীদের পারাপার করা হচ্ছে। নতুন এই ভাইরাসের সংক্রমক থেকে বাঁচতে অনেকে সচেতনতার মধ্যে চলাচল করছেন। 

তিনি আরও জানান, এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে ৬০০ থেকে ৭০০ পাসপোর্টযাত্রী যাতায়াত করছে।

হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পেয়েছি। স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সবাইকে মাস্ক পরিধান করতে বলা হচ্ছে। এছাড়াও হিলি চেকপোস্টে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ ভাইরাস প্রতিরোধে কাজ করছেন তারা। 

মোসলেম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়