ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১১:৫৪, ২৮ ডিসেম্বর ২০২২
গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯ টার দিকে  আগুন নিয়ন্ত্রণে আনে। 

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।

আরো পড়ুন:

আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার রাসেল সরকারের মালিকানাধীন ঝুট গোডাউনে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এখন নির্বাপনের কাজ চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়