ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:১১, ১ জানুয়ারি ২০২৩
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে জিরো পয়েন্টের বাম দিকের বাধের পার এলাকায় এই ঘটনা ঘটে।

রোববার (১ জানুয়ারি) সকালে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বিপুল হোসেন (২০) পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গ্রামের গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা ছিলেন। 

বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু জানান, রাতে সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে ঘুরাঘুরি করছিলেন বিপুল। এসময় বিএসএফের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের সদস্যরা বিপুলকে গুলি করে হত্যা করে।

ফারুক আলম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়