ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেড়িবাঁধ কেটে ইট ভাটার সুড়ঙ্গ, মামলা করলো পাউবো

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:৪৬, ২ জানুয়ারি ২০২৩
বেড়িবাঁধ কেটে ইট ভাটার সুড়ঙ্গ, মামলা করলো পাউবো

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (বেরিবাঁধ) কেটে সুড়ঙ্গ করার অভিযোগে ইট ভাটা মালিকের নামে থানায় মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

গতকাল রোববার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান বাদী হয়ে আমতলী থানায় ইট ভাটার মালিক আবুল মৃধা ও বাদল মৃধার বিরুদ্ধে মামলাটি করেন।

আরো পড়ুন:

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০১০ সালে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের বুড়ীশ্বর নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছে স্থানীয় বদিউল আলম মুন্সি নামে এক ব্যক্তি মুন্সি ব্রিকস নামের একটি ইটভাটা স্থাপন করেন। এরপর পার্শ্ববর্তী কুকুয়া ইউনিয়নের আবুল হোসেন মৃধার কাছে তিনি ইট ভাটাটি ভাড়া দেন। সম্প্রতি ওই ভাটায় ইট পোড়ানোর মালামাল আনা নেওয়ার সুবিধার্থে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০ ফুট কেটে সুড়ঙ্গ করেন ভাটার মালিক। এই সুড়ঙ্গ দিয়ে পরিবহন করা হচ্ছে ইট ভাটার মালামাল।

মামলার বাদী আমতলী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘বেড়িবাঁধ কেটে ফেলায় হুমকিতে পড়েছে গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা, খেকুয়ানী, ডালাচারা, বাজারখালী ও গুলিশাখালী গ্রামের অন্তত ২০ হাজার মানুষ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে আমি আমতলী থানায় মামলা করেছি।’

এবিষয়ে ইট ভাটাটি ভাড়া নেওয়া মালিক আবুল হোসেন মৃধা মুঠোফোনে রাইজিংবিডিকে বলেন, ‘বেড়িবাঁধের কোনো অংশ আমি কাটিনি। আমি ভাড়া নেওয়ার আগেই বাদল মুন্সি হয়তো বেড়িবাঁধ  কেটেছেন।’ 

এ বিষয়ে জানতে বাদল মুন্সিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, ‘ঘটনা জানতে পেরে প্রাথমিক তদন্ত করে বেরিবাঁধ কাটার সত্যতা পেয়েছি আমরা। তাই আমতলী থানায় মামলা দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান গতকাল রাতে রাইজিংবিডিকে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড থেকে মামলা করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইমরান/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়