ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত জুনে রেল চলাচল শুরু: রেলমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:০৮, ১১ জানুয়ারি ২০২৩
ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত জুনে রেল চলাচল শুরু: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলতি বছরের জুনে রেল চলাচল শুরু হবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজটি এখন বড় চ্যালেঞ্জ।’  

গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে কাজের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ। কাজ দিনরাত চলমান আছে। যেহেতু এখন শীতকাল কাজের মৌসুম, কাজের ধারাবাহিকতায় অগ্রগতি সন্তোষজনক। ঢাকা-মাওয়া, মাওয়া-ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত এই লাইন সংযুক্ত হচ্ছে।’

এ সময় পদ্মাসেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজে নিয়োজিত প্রকৌশলীরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়