ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, আটক ১৮

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:২৬, ২৩ জানুয়ারি ২০২৩
উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, আটক ১৮

ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌরসভা গেইট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে কাভার্ডভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮ কিশোর ও যুবক। রাত সাড়ে ৩টার দিকে পৌরসভা গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের আটক করা হয়। এসময় কাভার্ডভ্যান ও স্পিকারসহ সকল মালামাল জব্দ করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করায় ১৮ জনকে আটক করা হয়। পরে অভিভাবকদের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

মনজুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়