উচ্চস্বরে স্পিকার বাজিয়ে ভ্রমণ উৎসব, আটক ১৮
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌরসভা গেইট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে কাভার্ডভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮ কিশোর ও যুবক। রাত সাড়ে ৩টার দিকে পৌরসভা গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের আটক করা হয়। এসময় কাভার্ডভ্যান ও স্পিকারসহ সকল মালামাল জব্দ করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করায় ১৮ জনকে আটক করা হয়। পরে অভিভাবকদের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
মনজুর/কেআই
আরো পড়ুন