ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:৫১, ২৬ জানুয়ারি ২০২৩
কুড়িগ্রামে চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চুলার আগুনে দগ্ধ সুফিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূ মারা গেছেন। বুধবার (২৫ জানুয়ারি) রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত সোমবার অগ্নিদগ্ধ গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। সুফিয়া বেগম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দোলাটারী গ্রামের খয়রত আলীর স্ত্রী।

নিহতের ভাগ্নে একরামুল হক বলেন, ‘সোমবার সকালে রান্নাঘরের চুলার আগুন থেকে সুফিয়া বেগমের পরনের কাপড়ে আগুন লাগে। স্থানীয়রা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল বলেন, ‘বিষয়টি থানা পুলিশকে অবগত করে ওই গৃহবধূর লাশ হাসপাতাল থেকে নিয়ে এসে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়