ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নানা প্রজাতির ১৫০ পাখি উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২৭ জানুয়ারি ২০২৩  
নানা প্রজাতির ১৫০ পাখি উদ্ধার

সাভারের চাপাইন ও রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন প্রজাতির ১৫০টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। 

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে সাভারের চাপাইন পূর্ব পাড়া থেকে ১০০টি ও রাজধানীর মিরপুর থেকে ৫০টি পাখি উদ্ধার হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ঢাকার পরিদর্শক নার্গিস সুলতানা জানান, দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে পাখি সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে বিক্রি করছিলেন শাহ আলম নামের এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সাভারের চাপাইন পূর্ব পাড়ায় শাহ আলমের ভাড়া করা গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় ১০০টি দেশি জাতের বিভিন্ন প্রজাতির পাখি। অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় শাহ আলমকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে রাজধানীর মিরপুর থেকে উদ্ধার করা হয় ৫০টি পাখি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। এছাড়া পলাতক পাখি ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাব্বির/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়