ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাড়ে ১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৩০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১২:০৫, ৩০ জানুয়ারি ২০২৩
সাড়ে ১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

সোমবার ( ৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ সকাল ১০ টার দিকে আরিচা-কাজিরহাট ও বেলা পৌনে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। 

তিনি আরও জানান, আরিচা-কাজিরহাট নৌরুটে ৪টি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১১টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। আরিচা-কাজিরহাট নৌরুটে ১১ ঘণ্টা ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকায় যানবাহন ও যাত্রীরা পারাপারের সিরিয়ালে রয়েছে। এ দুটি নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় দ্রুত সিরিযাল অনুযায়ী যানবাহন ও সাধারণ যাত্রীদের পারাপার সম্ভব হবে।

চন্দন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়