ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

বাগেরহাটে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৩  
বাগেরহাটে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার

বাগেরহাটের মোংলা থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাজিকরখন্ড বাজারে কচ্ছপটি বিক্রি করার সময় এটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপটি সুন্দরবনের একটি পুকুরে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাজিকরখন্ড বাজারে সন্ধি কচ্ছপ বিক্রি করছেন এক ব্যক্তি। পরে সেখানে অভিযান চালিয়ে কচ্ছপটিকে উদ্ধার করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে কচ্ছপ শিকারি পালিয়ে যান। পরবর্তীতে কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।’

টুটুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়