ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চবির চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৮:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৩
চবির চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চারুকলা নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় ইনস্টিটিউট এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় ইনস্টিটিউটের সংস্কার ও আধুনিকায়নে কাজ করা হবে।’

তিনি আরো বলেন,  ‘এই এক মাস ক্লাস পরীক্ষাসহ সব পরীক্ষা বন্ধ থাকবে। ইনস্টিটিউট বন্ধ ঘোষণার প্রেক্ষিতে শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর ক্যাম্পাস থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়াসহ বিভিন্ন দাবিতে গত ৩ মাস ধরে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। এরই মধ্যে বৃহস্পতিবার ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়