ঢাকা     রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩০

ভালুকায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২২:২৬, ২ ফেব্রুয়ারি ২০২৩
ভালুকায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ময়মনসিংহের ভালুকায় আরিফ কম্পোজিট স্পিনিং মিল নামের একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সুতার কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে, আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।’

আরিফ কম্পোজিট স্পিনিং মিলের ম্যানেজার আল ইমরান বলেন, ‘কারখানার দোতলায় সুতার গোডাউনে আগুন লেগেছে। তবে এসময় কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।’

মিলন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়