ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

জমি কিনলেও বাড়ি বানাতে পারছে না ৮০ বেদে পরিবার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২১:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩
জমি কিনলেও বাড়ি বানাতে পারছে না ৮০ বেদে পরিবার

হবিগঞ্জের মাধবপুরে নিজেদের কেনা জমিতে বসবাস করলেও পৌরসভা থেকে হাউজ হোল্ডিং নম্বর না দেওয়ায় বাড়ি বানাতে পারছে না ৮০টি বেদে পরিবার। থাকতে হচ্ছে ছোট্ট ঝুপড়ি ঘরে। আইন অনুযায়ী, পৌরসভার ভেতরে কেউ জমি কিনলে হাউজ হোল্ডিং নম্বর পাওয়ার কথা। কিন্তু, স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বেদেদের সে সুবিধা দিচ্ছে না পৌরসভা। ফলে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বেদেরা।

৮০টি বেদে পরিবার মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি কিনে প্রায় ২৫ বছর ধরে বসবাস করছে। তাদের অনেকে স্থায়ী ভোটারও। কিন্তু, নিজেদের কেনা জমির হোল্ডিং নম্বর পেতে পৌরসভায় আবেদন করলেও নানা অজুহাতে তাদেরকে সেটি দেওয়া হচ্ছে না।

বেদে পল্লির সর্দার নূরুল হক বলেন, আমরা বাংলাদেশের ভোটার। দুই যুগ আগে মাধবপুর পৌরসভায় জমি কিনে সেখানে স্থায়ীভাবে বসবাস করছি। কিন্তু, হাউজ হোল্ডিং নম্বর দিচ্ছে না পৌরসভা। ফলে, আমরা পৌরসভার কোনো সুবিধা পাচ্ছি না। কোনো কাগজপত্রে স্থায়ী ঠিকানা লেখার সুযোগ নেই। বাচ্চাদের কোনো বিদ্যালয়ে ভর্তি করা যাচ্ছে না।

পল্লীর বাসিন্দা এক নারী বলেন, আমরা ব্যবসা করি, যেমন: শিঙা লাগানো, পানি থেকে সোনা খোঁজা, বিষতেল বিক্রি ইত্যাদি। তবে, ব্যবসা তেমন চলে না। কিছু লোক খুব অসহায় অবস্থায় আছে। বাচ্চাগুলো শীতে কাবু থাকে। এতকিছুর পর অনেক কষ্টে আমরা জমি কিনলেও পৌরসভার হোল্ডিং নম্বর না পাওয়ায় কোনো সুবিধা ভোগ করতে পারছি না।

এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশেষ জনগোষ্ঠী গবেষক ড. আশরাফুল করিম সারোয়ার বলেন, বাসস্থান সাংবিধানিক মৌলিক অধিকার। বেদেদের হাউজ হোল্ডিং নম্বর পাওয়ার দাবি যৌক্তিক।

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, স্থানীয়দের বাধার কারণে বেদে পরিবারগুলোকে হাউজ হোল্ডিং নম্বর দেওয়া যাচ্ছে না।

হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, বেদেদের হাউজ হোল্ডিং নম্বর দিতে আইনি কোনো বাধা নেই। শিগগির এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাধবপুর পৌরসভাকে চিঠি দেওয়া হবে।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়