ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৩
মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে একটি হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাঁচখোলা গ্রামের নিজ দোকানে ঘুম থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটায়। 

নিহত আউয়াল মাতবর পাঁচখোলা গ্রামের কাশেম মাতবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আউয়াল শনিবার রাতে পাঁচখোলা গ্রামের নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় আসামি ছিলেন আউয়াল। নিহতের পরিবারের দাবি প্রতিপক্ষের লোকজন আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে। 

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে। 

বেলাল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়