ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ০৮:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী মো. সুমন শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

আরো পড়ুন:

রায় ঘোষাণার সময় আসামি সুমন শেখ আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেরার বিনোদপুর নিউকলোনী এলাকায়।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৫ আগস্ট চরকমলাপুর ভাড়া বাড়িতে মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে বিষয়টি গোপন করতে ওড়না গলায় বেঁধে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সুমন। এ ঘটনায় গত ১৭ আগস্ট নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় সুমনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিরব/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়