ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগুনে দগ্ধ হয়ে প্রবীণের মৃত্যু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৫ মার্চ ২০২৩  
আগুনে দগ্ধ হয়ে প্রবীণের মৃত্যু

নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে দুধজান বেওয়া নামে এক প্রবীণের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় ছয়টি বাড়ির ১২টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। 

রোববার (৫ মার্চ) দুপুরে নাটোর সদর উপজেলার পাইকৈরদোল পূর্বপাড়া এলাকায় র্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

মারা যাওয়া দুধজান বেওয়া একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী। 

নাটোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একেএম মোর্শেদ জানান, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আফসার আলী নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ইয়ার আলী, সিরাজুল, রবিউল, নজরুল ও রুবেলের বাড়িতে। এসময় বাড়িগুলোর ১২টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও জানান, আগুনের সময় ঘরের ভেতরে আটকা পড়ে দুধজান বেওয়া নামে এক প্রবীণ দগ্ধ হয়ে মারা গেছেন। 

আরিফুল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়