ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নানা আয়োজনে চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৭ মার্চ ২০২৩  
নানা আয়োজনে চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। এ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। 

আরো পড়ুন:

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

এর আগে, সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

এদিকে, জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়