ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু 

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৮ মার্চ ২০২৩  
বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু 

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান ফাহিম (৭) এবং ফাহিমা আক্তার নামের ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

মারা যাওয়ারা পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার সন্তান।  

স্থানীয় বাসিন্দারা জানান, ফাহিম ঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এসময় ফাহিমকে বাঁচাতে এগিয়ে যান তার বড় বোন ফাহিমা। সেও বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে দুইজনকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান দুইজনকে মৃত ঘোষণা করেন।

ওই বাড়ির বাসিন্দা মো. মোরশেদ হেলালী ভূঁইয়া জানান, ফাহিম বিদ্যুতের তারে জড়ালে ফাহিমা তাকে উদ্ধার করতে যায়। সে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়তো। 

পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। পরিবার জানিয়েছে শিশু দুটি বিদ্যুতায়িত হয়েছে। 

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অমরেশ/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়