ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গাড়িটির ব্রেক কাজ করছিলো না

বেলাল রিজভী, মাদারীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১১:৩৬, ২০ মার্চ ২০২৩
গাড়িটির ব্রেক কাজ করছিলো না

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটির ব্রেকে কাজ করছিলো না বলে গাড়িটির একজন বেঁচে যাওয়া যাত্রী জানিয়েছেন।

সাইফুল ইসলাম নামে দুর্ঘটনাকবলিত গাড়িটির এই যাত্রী ও প্রত্যক্ষদর্শী জানান, যখন গাড়িটি ছেড়ে আসবে তখন গাড়ির সহকারী বলছিলো, যে ওস্তাদ গাড়ির ব্রেক লুজ, ব্রেকে কাজ করে না। তখন চালক বলেন, এই ট্রিপ মেরে এসে গাড়ি গ্যারেজে দেবো। এরপরে গাড়ি ছেড়ে আসে। মাঝপথে এসে ব্রেকে কয়েকবার সমস্যা দেখা দিয়েছিলো।  এরপরেই মাদারীপুরের শিবচর এসে দুর্ঘটনা ঘটে। 

এই যাত্রী আরো জানান, গাড়িটির শুরু থেকে অতিরিক্ত গতিতে চলছিলো। 

অবশ্য এরআগে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের এসপি মাহবুব হোসেন। 

তিনি গতকালই জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত গতির কারণেই ঘটনা ঘটেছে। শুনেছি সামনের চাকা ফেটে গিয়েছিলো। এ সময় অতিরিক্ত গতির কারণে গাড়িটি হাইওয়ে এক্সপ্রেসের পাশে পড়ে যায়। 

রোববার (১৯ মার্চ) সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে উন্নীত হয়।

নিহত ১৯ জনের মধ্যে রয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিতোডাঙ্গা গ্রামের সৈয়দ মুরাদ আলীর ছেলে মো. ইসমাইল (৩৮), গোপালগঞ্জের গোপিনাথপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে হেদায়েত মিয়া বাহার (৪২),নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালনা গ্রামের বকু সিকদারের ছেলে ফরহাদ সিকদার (৩০), গোপালগঞ্জ সদরের শান্তি রঞ্জন মন্ডলের ছেলে পরিবার পরিকল্পনার উপ পরিচালক পদে কর্মরত অনাদী মন্ডল (৪২), গোপালগঞ্জে সরকারের বনগাঁও এলাকার সামচুল শেখের ছেলে মোস্তাক আহমেদ (৩০), গোপালগঞ্জ সদরের ছুটকা গ্রামর নশর আলী শেখের ছেলে সবজি শেখ, গোপালগঞ্জ সরদরের পাচুরীয়া গ্রামের মো. মাসুদের মেয়ে সুইটি আক্তার (২২), গোপালগঞ্জর টুঙ্গিপাড়া উপজেলার কাঞ্চন শেখের ছেলে মো. কবির শেখ, গোপালগঞ্জ সদরের আবু হেনা মস্তফার মেয়ে আফসানা মিমি (২০), গোপালগঞ্জ মোকসেদপুর উপজেলার আমজাদ আলীর খানের ছেলে মাসুদ খা (৩২), খুলনার সোনাডাঙার শেখা আহমেদ আলী খানের ছেলে শেখ আব্দুল্লাহ আল মামুন (৪২), খুলনার চিত্তরঞ্জন মন্ডলের ছেলে চিন্ময় প্রসন্ন মন্ডল, খুলনার ডুমুরিয়া উপজেলার পরিমল সাধুর ছেলে মহাদেব কুমার সাধু, খুলনার টুটপাড়ার শাজাহান মোল্লার ছেলে  আশরাফুল আলম লিংকন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের আমজেদ আলী সরদারের ছেলে রাশেদ সরদার, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অনন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে জাহিদ।

নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় শিবচরে ১৭ জন এবং ঢাকা মেডিক্যালে আরো ২ জনসহ ১৯ জন নিহত হয়েছে।

/টিপু/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়