ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাঁচা মরিচের কেজি ৩৫ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১০:২৯, ২০ মার্চ ২০২৩
কাঁচা মরিচের কেজি ৩৫ টাকা

দিনাজপুরের হিলি বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। ১০০ টাকার মরিচ বর্তমানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতরা। 

সোমবার (১৯ মার্চ) সকালে হিলির সবজি বাজার ঘুরে জানা যায়, গত দুই সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম ছিলো ১০০ টাকা কেজি। দাম কমে তা এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে। আবার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে আর সেই কারণে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম।

হিলি বাজারে সবজি কিনতে আসা মোবারক হোসেন বলেন, সামনে রমজান। নিত্যপণ্যের দাম এখনো স্বাভাবিক আছে। কিছুদিন আগেও কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে কিনেছিলাম। আজ দেখছি ৪০ টাকা কেজি। দাম কম পাওয়ায় ১ কেজি কাঁচা মরিচ কিনলাম।

খুচরা সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, কাঁচা মরিচের দাম অনেক কমে গেছে। আমরা ৩৫ টাকা পাইকারি কিনে তা ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।

কাঁচা মরিচের পাইকারি বিক্রেতা রুবেল হোসেন বলেন, দেশে কাঁচা মরিচের ফলন খুবি ভালো হয়েছে। আমরা বিরামপুর, পাঁচবিবি থেকে কাঁচা মরিচ পাইকারি ক্রয় করে আনছি। আমরা কাঁচা মরিচ খুচরা ব্যবসায়ীদের কাছে ৩৫ টাকা দরে বিক্রি করছি।

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়