ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শার্শায় ১০ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৪ মার্চ ২০২৩  
শার্শায় ১০ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার জামতলা সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

বৃহস্পতিবার (২৩ মার্চ ) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন - নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে জামতলা সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। কিছুক্ষণ পর টহল দল দুই ব্যক্তিকে আসতে দেখে তাদেরকে থামতে বলে। পরে তাদের শরীর তল্লাশী করা হলে পায়ের মোজার মধ্য কৌশলে লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। 

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি  ১৬৭ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়