ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

দেওয়াল ধসে নৈশপ্রহরীর মৃত্যু, শিশুসহ আহত ৩

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৪ মার্চ ২০২৩   আপডেট: ১৬:০৭, ২৪ মার্চ ২০২৩
দেওয়াল ধসে নৈশপ্রহরীর মৃত্যু, শিশুসহ আহত ৩

বগুড়া শহরের একটি মাদরাসার সীমানা প্রাচীর ধসে আয়নুল হক (৫৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিশুসহ এক নারী। 

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে বগুড়া শহরের চকফরিদ এলাকায় অবস্থিত জামিল মাদরাসায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আয়নুল সিরাজগঞ্জ সদরের চরনান্দিনা গ্রামের বাসিন্দা। তিনি গত এক মাস ধরে জামিল মাদরাসার নৈশপ্রহরীর পদে চাকরি করছিলেন।

আহতরা হলেন- বগুড়া সদরের মাটিডালী এলাকার বাসিন্দা ও মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক মোছা. মুক্তা (৩৫) এবং একই মারদারাসর দুই শিক্ষার্থী শিবগঞ্জের চণ্ডিহারা এলাকার মো. হামিম (১২) ও কাহালুর মো. মেফতাজুল (৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদরাসার দক্ষিণ-পশ্চিম পাশের এই সীমানা প্রাচীরটি কয়েক মাস আগে হেলে পড়েছিল। শুক্রবার দুপুরে দেওয়ালটি ধসে পড়ে। এসময় সেখানে থাকা আয়নুলসহ চারজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আয়নুলকে মৃত ঘোষণা করেন। 

বনানী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসছেন। তাদের কাছ থেকে জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়