ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোবাইলে কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ, কিশোরীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৫ মার্চ ২০২৩   আপডেট: ১৫:০৩, ২৫ মার্চ ২০২৩
মোবাইলে কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ, কিশোরীর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে টেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নী খানম (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। স্থানীয়দের অভিযোগ, মোবাইল ফোনে এক ছেলের সঙ্গে কথা বলা শেষে মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

শনিবার (২৫ মার্চ) সকালে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার বেলতলা রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া মুন্নী খানম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের পান্নু শেখের মেয়ে। 

স্থানীয় বাসিন্দারা জানান, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সঙ্গে মারা যাওয়া মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো। ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম জানান, মেয়েটি আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়ায় বোনের বাড়িতে যাচ্ছিল। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়