ঢাকা     শনিবার   ০৩ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৯ মার্চ ২০২৩  
ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু 

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জিহাদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের খরুয়া মকুন্দ গ্রামে ঘটনাটি ঘটে। 

জিহাদ একই গ্রামের মো. জিয়া উদ্দিনের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তখন বাড়ির পাশে মাঠে ঘুড়ি উড়াতে যায় জিহাদ। এসময় বজ্রাঘাতে জিহাদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

মিলন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়