ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিন জন গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৯ মার্চ ২০২৩   আপডেট: ১৮:০৫, ২৯ মার্চ ২০২৩
ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিন জন গ্রেপ্তার 

ময়মনসিংহের নান্দাইলে কৃষক মাজিদ উদ্দিন (৮২) হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. আব্দুর রশিদ (৪০) ও তার ছেলে সজিব মিয়া (২২) এবং একই এলাকার আ. হালিমের ছেলে মো. রনি মিয়া (২২)।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪'র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪'র সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন বলেন, উপজেলার উত্তর জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা নিহত মাজিদ উদ্দিন একই এলাকার তার ভাগ্নেদের সঙ্গে বাড়ির সিমানা নির্ধারণ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এরই জের ধরে গত ২৪ মার্চ মাজিদ উদ্দিন নিহত হন। 

ঘটনার পর নিহত মাজিদের ছেলে মো. সুরুজ আলী বাদী হয়ে জেলার নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার কেরাণীগঞ্জ ও লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানান আনোয়ার হোসেন। 

মিলন/তারা 


সর্বশেষ

পাঠকপ্রিয়