ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৩১ মার্চ ২০২৩  
গোপালগঞ্জে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে রাস্তার পাশের দোকানঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহিদুল আলম মিন্টুর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজৈর উপজেলার খালিয়া ও তাতীকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে শহিদুল আলম মিন্টুর ভাড়া দেওয়া ফার্নিচার ও মুদি দোকানসহ ৫ টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

রাজৈর উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেক চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। 

বাদল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়