ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হ্যাক সবগুলো অ্যাকাউন্ট ফিরে পেলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২ মে ২০২৩   আপডেট: ২২:২৫, ২ মে ২০২৩
হ্যাক সবগুলো অ্যাকাউন্ট ফিরে পেলেন হিরো আলম

হিরো আলম। ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমের সবগুলো পেইজ হ্যাকারদের কবল থেকে রিকভারি হয়েছে বলে জানিয়েছেন আলোচিত ক‌ন্টেন্ট ক্রিয়েটর হি‌রো আলম। এদিকে, এ বিষয়ে কথা বলতে হিরো আলমের ব্যবহৃত দুটি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Ashraful Hossen Alom’-এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন হিরো আলম। একই সঙ্গে তিনি রাত ১০টায় লাইভে এসে বিস্তারিত জানাবেন বলেও পোস্টটিতে উল্লেখ করেন।

আরও পড়ুন: ‘একটা চক্র ক্ষতির চেষ্টা করছে’ আইডি হ্যাক হওয়ার পর হিরো আলম

হিরো আলমের ফেসবুল আইডিতে করা পোস্টে উল্লেখ করা হয়, ‘রাত ১০টায় লাইভে এসে বিস্তারিত বলব সব। আলহামদুলিল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে হিরো আলমের ৯টি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক অ্যাকাউন্টসহ সবগুলো রিকভার করতে সক্ষম হয়েছেন ‘Faisal Al Noman’ এখন সবগুলো একাউন্টটি সুরক্ষিত আছে। 

এছাড়া তিনি ওই পোস্টে ডিবি পুলিশ প্রধান হারুন অর রশিদকে ধন্যবাদ জানিয়ে বলেন,‘স্পেশালি থ্যাঙ্কস টু ডিবি প্রধান হারুন স্যারকে।’

এর আগে গতকাল সোমবার রাতে ঢাকায় এক সংবাদ সম্মেলনে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমের সবগুলো অ্যাকাউন্ট ও পেজ হ্যাক হওয়ার কথা সাংবাদিকদের জানান।

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়