হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:২১, ৩ মে ২০২৩

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বজ্রপাতে সৌরভ দাস (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার সুজাতপুর হাওরে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া সৌরভ উপজেলার সুজাতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ধমেন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) মাঠে কাজ করতে যান সৌরভ। সেখান থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে তিনি মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামুন/ মাসুদ
আরো পড়ুন