মোখার প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে।
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। তবে বাতাসের চাপ এখন পর্যন্ত বাড়েনি। আকাশ রৌদ্রজ্জল রয়েছে। তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
ঘূর্ণিঝড় ‘মোখা’ আজ (বৃহস্পতিবার) সকাল ৬ টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে এমন শংকায় পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভায় উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, ইউএনও জাহাঙ্গীর হোসেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকীর পরিচালক আসাদউজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপজেলায় ১৭৫ টি সাইক্লোন সেল্টার, ১৯টি মুজিব কিল্লা ও ২ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক আসাদউজ্জামান জানান, ‘মোখা’ উপকূলে আঘাত হানলে মোকাবেলায় আমরা প্রস্তত রয়েছি। ইতোমধ্যে আমাদের উপজেলা প্রশাসন দুটি সভা করেছে। সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইমরান/টিপু
- ২ বছর আগে কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দূরে মোখা
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: বিটিআরসিতে কন্ট্রোল রুম চালু
- ২ বছর আগে ‘মোখা’র প্রভাবে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
- ২ বছর আগে বিমানের ফ্লাইট বন্ধ, যাত্রীদের অফিসে যোগাযোগের অনুরোধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ৩২ হাজার মানুষ
- ২ বছর আগে সারা দেশে নৌ চলাচল বন্ধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: পটুয়াখালীতে বেড়েছে নদ-নদীর পানি
- ২ বছর আগে বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: ভূমিধসের আশঙ্কা
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
- ২ বছর আগে মোখায় খুলনা উপকূলে আতঙ্ক
- ২ বছর আগে মোখা : মহেশখালির এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ
- ২ বছর আগে উপকূলে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা
- ২ বছর আগে কক্সবাজারে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, বিমান চলাচল বন্ধ