বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম
শক্তি বাড়িয়ে ক্রমশ অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। পূর্ব সর্তকতা হিসেবে বরিশালে অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৩ মে) ভোর ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে এ বিষয়ে জরুরি বৈঠক হয়। ওই বৈঠকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে শনিবার ভোর থেকেই অভ্যান্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচলের বিষয়ে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করতে হবে। তাছাড়া, এ বিষয়ে দুপুর কিংবা বিকেলের মধ্যেই বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত আসলে আমরা তা কার্যকর করবো। ঘূর্ণিঝড় মোকাবিলায় বিআইডব্লিউটিএ বরিশালের পক্ষ থেকে ৬ সদস্য বিশিষ্ট একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তারা নৌ পথে সার্বক্ষণিক মনিটরিং করবে। আজ থেকে আগামী ১৬ মে পর্যন্ত বিআইডবিটিএ’র সব কর্মকর্তা ও কর্মচারীসহ লঞ্চ মালিক এবং স্টাফদের সর্তক অবস্থানে থাকতে বলা হয়েছে।
এদিকে, বিআইডব্লিউটিএ নির্দেশনা অনুযায়ী আজ ভোর থেকে লঞ্চ চলাচল না করলেও ট্রলার কিংবা স্পিবোর্ডে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। যাত্রীরা ঝুঁকি নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গন্তব্যে ছুটছেন।
জে. খান স্বপন/ইভা
- ২ বছর আগে কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দূরে মোখা
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: বিটিআরসিতে কন্ট্রোল রুম চালু
- ২ বছর আগে ‘মোখা’র প্রভাবে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
- ২ বছর আগে বিমানের ফ্লাইট বন্ধ, যাত্রীদের অফিসে যোগাযোগের অনুরোধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ৩২ হাজার মানুষ
- ২ বছর আগে সারা দেশে নৌ চলাচল বন্ধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: পটুয়াখালীতে বেড়েছে নদ-নদীর পানি
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: ভূমিধসের আশঙ্কা
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
- ২ বছর আগে মোখায় খুলনা উপকূলে আতঙ্ক
- ২ বছর আগে মোখা : মহেশখালির এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ
- ২ বছর আগে উপকূলে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা
- ২ বছর আগে কক্সবাজারে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, বিমান চলাচল বন্ধ
- ২ বছর আগে চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ