ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহপরীর দ্বীপে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল অর্থ সহায়তা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৩ জুন ২০২৩  
শাহপরীর দ্বীপে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল অর্থ সহায়তা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত আরও এক হাজার পরিবারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় দফায় নগদ অর্থ সহায়তা করেছে। 

শনিবার (৩ জুন) দুপুরে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার সরকারবাড়ি পুলিশ ফাঁড়ির মাঠে দ্বীপের এক হাজার পরিবারকে চার হাজার টাকা করে ৪০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে। 

আরো পড়ুন:

ঘূর্ণিঝড় মোখার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ। এখানে তিনটি ওয়ার্ডে বসবাস করছে ৩৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে আট হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 

ঝড়-পরবর্তী সময়ে দুর্দশায় দিনাতিপাত করা দ্বীপবাসীর পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। 

শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ড কোনারপাড়ার বাসিন্দা তৈয়বা খাতুন বলেন, ‘ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। ছেলে-মেয়েদের নিয়ে অনেক কষ্ট পাচ্ছি। আমার দুঃখ-দুর্দশার কথা শুনে আমাকে নগদ অর্থ সহায়তা দিয়েছ। এতে অনেক উপকার হয়েছে।’

এর আগে গত ২৭ মে শাহপরীর দ্বীপের মোখায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আট হাজার টাকা করে ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেয় শিল্পপ্রতিষ্ঠানটি।

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়