ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহপরীর দ্বীপে ‘মোখা’ ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৭ মে ২০২৩  
শাহপরীর দ্বীপে ‘মোখা’ ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত লোকজনদের আর্থিক সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ।শনিবার (২৭ মে) দুপুরে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার সরকার বাড়ি পুলিশ ফাঁড়ির মাঠে ২৫০ পরিবারকে ৮ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।

ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ। এখানে তিনটি ওয়ার্ডে বসবাস করেন ৩৫ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ৮ হাজারের বেশি মানুষ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হন। 

আরো পড়ুন:

নগদ অর্থ সহায়তা নিতে আসা ৬০ বছর বয়সী শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বশির আহমদ বলেন, ‘আমি পঙ্গু লোক। আমার এক ছেলে ৯টি মেয়ে রয়েছে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়েছি। বসুন্ধরা গ্রুপ আমাকে অর্থ সহায়তা দিয়েছে। তাদের দেয়া ৮ হাজার টাকা পেয়ে আমার অনেক উপকার হবে। 

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার ফারিহা ইয়াছমিন বলেন, ‘ঘূর্ণিঝড়ে এই এলাকার মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে তাদের নগদ অর্থ সহায়তা দরকার। তাদের দুঃসময়ে বসুন্ধরা গ্রুপ পাশে থেকে অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছে।

বসুন্ধরা গ্রুপের নগদ অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন- সাবেক যুগ্ম সচিব নজির আহমদ, ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী প্রমুখ।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়