ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘূর্ণিঝড় মোখা : চাঁদপুর থেকে সব নৌযান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, চাঁদপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৩ মে ২০২৩  
ঘূর্ণিঝড় মোখা : চাঁদপুর থেকে সব নৌযান চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় চাঁদপুর থেকে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণ করা হয়েছে।

১২ মে শুক্রবার রাত ১১টায় এ নির্দেশনা দেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

শনিবার সকালে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায় ছোট-বড়  লঞ্চগুলো ঘোষণার আগে থেকেই আতঙ্ক বৃদ্ধি পাওয়ায় চলাচল বন্ধ রেখেছে। 

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও সকল নৌযানকে সতর্ক থেকে নদীতীরবর্তী আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর নৌরুট থেকে ছোট-বড় ২৪টি লঞ্চ নিয়মিত চলাচল করে। 

অমরেশ//

সর্বশেষ

পাঠকপ্রিয়